Loading
লো চ্ছে . . .

ব্লগ বিস্তারিত

  • হোম
  • ব্লগ জাদু নষ্টের রুকইয়াহ বিস্তারিত

জাদু নষ্টের রুকইয়াহ

কর্তৃক Md. Johayer 22 Oct, 2025 10:09 AM
জাদু নষ্টের রুকইয়াহ

🧿 আয়াতুস সিহর (যাদুর আয়াতসমূহ) – সেল্ফ রুকইয়ার জন্য সংক্ষিপ্ত নির্দেশিকা

আয়াতুস সিহর বলা হয় কুরআনের সেই আয়াতসমূহকে, যেগুলোতে জাদু, জাদুকর বা তাদের ধ্বংসের বিষয়টি আলোচিত হয়েছে। এই আয়াতগুলো রুকইয়াতে পড়া হয় মূলতঃ নিচের উদ্দেশ্যে:

1️⃣ জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে
2️⃣ যাদুকরের বানানো তাবিজ/জিন/আসর দূর করতে
3️⃣ লুকানো জাদু-আসর ধ্বংসের নিয়তে

📌

নিয়ত খুব গুরুত্বপূর্ণ – আপনি কেন এই আয়াত পড়ছেন তা অন্তরে স্থির করুন, তারপর তিলাওয়াত করুন। তবেই ইনশাআল্লাহ উপকার হবে।

🔖 আয়াতুস সিহর তালিকা (সংক্ষিপ্ত ও কার্যকর):

📿 সাথে পড়তে পারেন এই মাসনূন দুআগুলো:

🔹 أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
🔹 بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ العَلِيمُ
🔹 حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
🔹 لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

🧴 রুকইয়ার প্রয়োগবিধি (Self Application):

✅ আয়াতসমূহ পড়ে
– পানিতে ফুঁ দিয়ে পান করুন
– গোসলের পানিতে ফুঁ দিয়ে গোসল করুন
– অলিভ অয়েল বা কালোজিরা তেলে ফুঁ দিয়ে গায়ে মালিশ করুন

✅ পড়ার সময় সম্ভাব্য প্রতিক্রিয়া:
মাথা ব্যথা, বমি বমি ভাব, অস্থিরতা, কান্না আসা ইত্যাদি হতে পারে। এগুলো জাদুর প্রতিক্রিয়া মাত্র। ভয় পাবেন না। রুকইয়ার গোসল করলে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ।

✅ সময় ও নিয়ম:
– দিনে একাধিকবার পড়া যায়
– অন্তত ২০-২৫ মিনিট একটানা তিলাওয়াতের চেষ্টা করুন
– পুরোপুরি সুস্থতা না আসা পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যান

💎 শেষ কথা:

সেল্ফ রুকইয়া মানেই আল্লাহর ওপর নির্ভর করে নিজেকে রক্ষা করা।
👉 যখন আপনি একনিষ্ঠভাবে এই আয়াতগুলো তিলাওয়াত করবেন, পরিপূর্ণ ইখলাস ও তাকওয়ার সাথে আল্লাহর সাহায্য চাইবেন—তখনই শিফা নেমে আসবে। ইনশাআল্লাহ।

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
“আমি যখন অসুস্থ হই, তিনিই (আল্লাহ) আমাকে আরোগ্য দেন।” [সূরা আশ-শু’আরা: ৮০]



এবং পাশাপাশি বদ নজর আইন হাসাদে জন্য রুকইয়াহ করা।
বিস্তারিত দেখুন এই পোস্টে : https://www.facebook.com/share/p/CqWaVkMiyTnq2uPS/?mibextid=oFDknk

যারা তিলাওয়াত করতে জানেন না তারা নিচের অডিও লিংক থেকে রুকইয়াহ টা শোনবেন কিভাবে শোনবেন বিস্তারিত পোস্টে দেওয়া আছে :
সিহির যাদু আইন হাসাদের ইত্যাদি সহ রুকইয়াহ এর অডিও লিংক -

লিংক -
https://youtu.be/8a-fsEnlvh0