জাদু নষ্টের রুকইয়াহ
আয়াতুস সিহর (যাদুর আয়াতসমূহ) – সেল্ফ রুকইয়ার জন্য সংক্ষিপ্ত নির্দেশিকা
আয়াতুস সিহর বলা হয় কুরআনের সেই আয়াতসমূহকে, যেগুলোতে জাদু, জাদুকর বা তাদের ধ্বংসের বিষয়টি আলোচিত হয়েছে। এই আয়াতগুলো রুকইয়াতে পড়া হয় মূলতঃ নিচের উদ্দেশ্যে:
জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে
যাদুকরের বানানো তাবিজ/জিন/আসর দূর করতে
লুকানো জাদু-আসর ধ্বংসের নিয়তে

নিয়ত খুব গুরুত্বপূর্ণ – আপনি কেন এই আয়াত পড়ছেন তা অন্তরে স্থির করুন, তারপর তিলাওয়াত করুন। তবেই ইনশাআল্লাহ উপকার হবে।
আয়াতুস সিহর তালিকা (সংক্ষিপ্ত ও কার্যকর):
সাথে পড়তে পারেন এই মাসনূন দুআগুলো:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ العَلِيمُ
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
রুকইয়ার প্রয়োগবিধি (Self Application):
আয়াতসমূহ পড়ে
– পানিতে ফুঁ দিয়ে পান করুন
– গোসলের পানিতে ফুঁ দিয়ে গোসল করুন
– অলিভ অয়েল বা কালোজিরা তেলে ফুঁ দিয়ে গায়ে মালিশ করুন
পড়ার সময় সম্ভাব্য প্রতিক্রিয়া:
মাথা ব্যথা, বমি বমি ভাব, অস্থিরতা, কান্না আসা ইত্যাদি হতে পারে। এগুলো জাদুর প্রতিক্রিয়া মাত্র। ভয় পাবেন না। রুকইয়ার গোসল করলে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ।
সময় ও নিয়ম:
– দিনে একাধিকবার পড়া যায়
– অন্তত ২০-২৫ মিনিট একটানা তিলাওয়াতের চেষ্টা করুন
– পুরোপুরি সুস্থতা না আসা পর্যন্ত ধারাবাহিকভাবে চালিয়ে যান
শেষ কথা:
সেল্ফ রুকইয়া মানেই আল্লাহর ওপর নির্ভর করে নিজেকে রক্ষা করা।
যখন আপনি একনিষ্ঠভাবে এই আয়াতগুলো তিলাওয়াত করবেন, পরিপূর্ণ ইখলাস ও তাকওয়ার সাথে আল্লাহর সাহায্য চাইবেন—তখনই শিফা নেমে আসবে। ইনশাআল্লাহ।
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
“আমি যখন অসুস্থ হই, তিনিই (আল্লাহ) আমাকে আরোগ্য দেন।” [সূরা আশ-শু’আরা: ৮০]
এবং পাশাপাশি বদ নজর আইন হাসাদে জন্য রুকইয়াহ করা।
বিস্তারিত দেখুন এই পোস্টে : https://www.facebook.com/share/p/CqWaVkMiyTnq2uPS/?mibextid=oFDknk
যারা তিলাওয়াত করতে জানেন না তারা নিচের অডিও লিংক থেকে রুকইয়াহ টা শোনবেন কিভাবে শোনবেন বিস্তারিত পোস্টে দেওয়া আছে :
সিহির যাদু আইন হাসাদের ইত্যাদি সহ রুকইয়াহ এর অডিও লিংক -
লিংক -
https://youtu.be/8a-fsEnlvh0